প্রভাবশালীর দখলদারিত্বের মুখে শিক্ষকের বসতভিটা

- Update Time : ০১:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২২ Time View
ফরিদপুরের চরভদ্রাসনে এক প্রভাবশালী প্রতিবেশীর জবর দখলের চেষ্টার শিকার হয়েছেন স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন। তার ২৫ বছরের পুরোনো পৈত্রিক বসতভিটে দখল করতে মরিয়া হয়ে উঠেছেন মোঃ আলতাফ হোসেন নামের ওই ব্যক্তি।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন, সম্প্রতি তিনি তার বসতভিটেতে একটি দালান নির্মাণ শুরু করলে আলতাফ হোসেন জমির মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দেন। এক সালিশি বৈঠকে আলতাফ ২০২২ সনের একটি দলিল উপস্থাপন করেন, যা ভুয়া বলে দাবি করে শিক্ষক আদালতে মামলা করেছেন।
গত ২৩ আগস্ট রাতে আলতাফ ও তার সঙ্গীরা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষকের বসতভিটেয় হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিক্ষক আরেকটি মামলা দায়ের করেছেন।
প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাসের মতে, শিক্ষকের জায়গাটি দখল করতে পারলে আলতাফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও দখলকৃত জমি একাকার হয়ে যাবে, যা কোটি টাকার সম্পদে পরিণত হবে।
অভিযুক্ত আলতাফ হোসেন তার বক্তব্যে বলেন, “কাগজপত্রে আমি জমির মালিকানা পাইলে, আমার জমি আমাকে ছেড়ে দেবে না কেন?”
বুধবার উপজেলা সার্ভেয়ার বিরোধপূর্ণ জমিতে তদন্ত করেছেন। ভুক্তভোগী পরিবার আইনি লড়াইয়ের পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।