ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার যে চিত্র দেখা গেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৩৩ Time View

সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রথম আলোর একটি কার্যালয়ের পুরো ভবন আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে হামলাকারীদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে এলেও তখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল কম। সংবাদমাধ্যমটির কোনো কর্মীকেও কার্যালয়ের সামনে দেখা যায়নি।

সেখান থেকে ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। কার্যালয়টির সামনে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে এই ভবনটিও ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কাজের অনুপযুক্ত হয়ে পড়েছে। দুটি তলা আগুনে পুড়ে গেছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত আসবাব।

ভবনের ভেতরে ঢুকে দেখা যায় সংবাদমাধ্যমের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মী ক্ষয়ক্ষতির চিত্র বোঝার চেষ্টা করছেন। তারা জানান, উপরের তলাগুলোতেও ঢুকে ভাঙচুর করা হয়েছে।

ডেইলি স্টারের সবগুলো ফ্লোরে ভাঙচুর-লুটপাট চালানো হয়

ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন পত্রিকাটির একজন ফটোজার্নালিস্ট। তিনি জানান, তাদের ক্যামেরা, লেন্স, হার্ডড্রাইভ লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। দীর্ঘদিনের আর্কাইভ ও জরুরি ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে। এসব বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া এই ফটোজার্নালিস্ট তার নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

এদিকে শুক্রবার সকালেও শাহবাগে মোড়ে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সাথে কথা হয়। তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয় বরং ব্যক্তিগত অবস্থান থেকে শাহবাগ এসেছেন বলে উল্লেখ করেন।

শাহবাগসহ রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশেপাশেও দেখা গেছে একই চিত্র।

বেলা ১১টার দিকে আবারও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে ‘মবে’র প্রতিবাদ করতে আসা এক তরুণকে ঘিরে কয়েকজন ব্যক্তি মারমুখো হয়ে উঠেন। কার্যালয়ে সামনে জড়ো হওয়া এই ব্যক্তিরা পত্রিকাটির বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। এই সময় সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকলেও তাদের নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে।

 

Please Share This Post in Your Social Media

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার যে চিত্র দেখা গেল

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রথম আলোর একটি কার্যালয়ের পুরো ভবন আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে হামলাকারীদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে এলেও তখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল কম। সংবাদমাধ্যমটির কোনো কর্মীকেও কার্যালয়ের সামনে দেখা যায়নি।

সেখান থেকে ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। কার্যালয়টির সামনে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে এই ভবনটিও ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কাজের অনুপযুক্ত হয়ে পড়েছে। দুটি তলা আগুনে পুড়ে গেছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত আসবাব।

ভবনের ভেতরে ঢুকে দেখা যায় সংবাদমাধ্যমের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মী ক্ষয়ক্ষতির চিত্র বোঝার চেষ্টা করছেন। তারা জানান, উপরের তলাগুলোতেও ঢুকে ভাঙচুর করা হয়েছে।

ডেইলি স্টারের সবগুলো ফ্লোরে ভাঙচুর-লুটপাট চালানো হয়

ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন পত্রিকাটির একজন ফটোজার্নালিস্ট। তিনি জানান, তাদের ক্যামেরা, লেন্স, হার্ডড্রাইভ লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। দীর্ঘদিনের আর্কাইভ ও জরুরি ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে। এসব বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া এই ফটোজার্নালিস্ট তার নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

এদিকে শুক্রবার সকালেও শাহবাগে মোড়ে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সাথে কথা হয়। তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয় বরং ব্যক্তিগত অবস্থান থেকে শাহবাগ এসেছেন বলে উল্লেখ করেন।

শাহবাগসহ রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশেপাশেও দেখা গেছে একই চিত্র।

বেলা ১১টার দিকে আবারও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে ‘মবে’র প্রতিবাদ করতে আসা এক তরুণকে ঘিরে কয়েকজন ব্যক্তি মারমুখো হয়ে উঠেন। কার্যালয়ে সামনে জড়ো হওয়া এই ব্যক্তিরা পত্রিকাটির বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। এই সময় সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকলেও তাদের নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে।