ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ নাকি বিদআত?

নওরোজ ইসলামিক ডেস্ক
  • Update Time : ০৫:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ২৪৩ Time View

ছবিঃ সংগৃহীত

তাসবিহ পাঠ করা বা জিকির করার সুন্নাহ পদ্ধতি হলো আঙুলে গুণে জিকির করা। রাসুল (সা.) আঙুলে গুণে জিকির করতেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবিজিকে (সা.) নিজের হাতে গুণে গুণে তাসবিহ পাঠ করতে দেখেছি। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

অন্য একটি হাদিসে বর্ণিত আছে, নবিজি (সা.) সাহাবিদের আঙুলে গুণে তাসবিহ পাঠ করার নির্দেশও দিয়েছেন এবং বলেছেন আখেরাতে এই আঙুলগুলো আল্লাহর দরবারে তার আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে। ইউসাইরা বিনকে ইয়াসির (রা.) বলেন, নবি (সা.) একদিন নারী সাহাবিদের উদ্দেশে বললেন,

يَا مَعْشَرَ النِّسَاءِ اعْقِدْنَ بِالأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولاَتٌ مُسْتَنْطَقَاتٌ

তোমরা আঙুলে গুণে গুণে তাসবিহ পাঠ কর; এগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং তারা সাক্ষ্য দেবে। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

তবে প্রচলিত তাসবিহ ব্যবহার করাও জায়েজ, বিদআত নয়। কারণ নবিজির সাহাবিদের অনেকে আঙুল ছাড়া খেজুরের বিচি বা পাথরকুচি গুণে জিকির করেছেন এরকম তথ্যও পাওয়া যায়। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি খেজুরের বিচি ও পাথরকুচি গুণে তাসবিহ জপতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২/২৮২)

এছাড়া আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, একবার রাসুল (সা.) একজন নারী সাহাবিকে খেজুরের বিচি বা পাথরকুচি গুণে তাসবিহ জপতে দেখেও এভাবে তাসবিহ জপতে নিষেধ করেননি। (সুনান তিরমিজি: ২/১৯৭)

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ না হলেও বিদআত নয়। এটিও জিকির করার একটি জায়েজ পদ্ধতি। ইবনে তাইমিয়া (রহ.) বলেন, আঙুলে গুণে তাসবিহ পাঠ করা সুন্নাহ, তাসবিহ জাতীয় কিছুতে গুণে জিকির করাও বৈধ ও ভালো কাজ, যেহেতু সাহাবিদের কেউ কেউ এভাবেও জিকির করতেন। (মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া: ২২/৫০৬)

Please Share This Post in Your Social Media

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ নাকি বিদআত?

নওরোজ ইসলামিক ডেস্ক
Update Time : ০৫:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

তাসবিহ পাঠ করা বা জিকির করার সুন্নাহ পদ্ধতি হলো আঙুলে গুণে জিকির করা। রাসুল (সা.) আঙুলে গুণে জিকির করতেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবিজিকে (সা.) নিজের হাতে গুণে গুণে তাসবিহ পাঠ করতে দেখেছি। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

অন্য একটি হাদিসে বর্ণিত আছে, নবিজি (সা.) সাহাবিদের আঙুলে গুণে তাসবিহ পাঠ করার নির্দেশও দিয়েছেন এবং বলেছেন আখেরাতে এই আঙুলগুলো আল্লাহর দরবারে তার আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে। ইউসাইরা বিনকে ইয়াসির (রা.) বলেন, নবি (সা.) একদিন নারী সাহাবিদের উদ্দেশে বললেন,

يَا مَعْشَرَ النِّسَاءِ اعْقِدْنَ بِالأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولاَتٌ مُسْتَنْطَقَاتٌ

তোমরা আঙুলে গুণে গুণে তাসবিহ পাঠ কর; এগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং তারা সাক্ষ্য দেবে। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

তবে প্রচলিত তাসবিহ ব্যবহার করাও জায়েজ, বিদআত নয়। কারণ নবিজির সাহাবিদের অনেকে আঙুল ছাড়া খেজুরের বিচি বা পাথরকুচি গুণে জিকির করেছেন এরকম তথ্যও পাওয়া যায়। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি খেজুরের বিচি ও পাথরকুচি গুণে তাসবিহ জপতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২/২৮২)

এছাড়া আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, একবার রাসুল (সা.) একজন নারী সাহাবিকে খেজুরের বিচি বা পাথরকুচি গুণে তাসবিহ জপতে দেখেও এভাবে তাসবিহ জপতে নিষেধ করেননি। (সুনান তিরমিজি: ২/১৯৭)

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ না হলেও বিদআত নয়। এটিও জিকির করার একটি জায়েজ পদ্ধতি। ইবনে তাইমিয়া (রহ.) বলেন, আঙুলে গুণে তাসবিহ পাঠ করা সুন্নাহ, তাসবিহ জাতীয় কিছুতে গুণে জিকির করাও বৈধ ও ভালো কাজ, যেহেতু সাহাবিদের কেউ কেউ এভাবেও জিকির করতেন। (মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া: ২২/৫০৬)