প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল
- Update Time : ১১:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ২২৯ Time View
প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন কয়েশ নারী। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মোহাম্মদপুর বাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করেন তারা।
মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধুমপান নিষিদ্ধ কর, করতে হবে’ প্রভূতি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সঙ্গতি জানিয়ে যোগদেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা।
এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্তিথিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।
তারা বলেন, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে।
তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধুমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধুমপান শিশুসহ অধুমপায়ীদের বেশি ক্ষতি করছে।
আমরা সরকারের কাছে দাবি জানাই সারা দেশে ধুমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































