পেহেলগামে হামলার অজুহাতে দুই হাজারের বেশি কাশ্মীরি আটক করেছে ভারত

- Update Time : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১০৮ Time View
ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ।
তিনি বলেছেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত দুই হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেফতার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আসিম ইফতিখার আরও বলেন, গত কয়েক বছরে কাশ্মীরে হাজার হাজার অচিহ্নিত ও অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে।
তিনি জানান, তদন্তে দেখা গেছে, ভারতীয় দখলদার বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে, নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে। তিনি নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পাকিস্তানি প্রতিনিধি জোর দিয়ে বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।
সূত্র: জিও নিউজ