ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পেহেলগাম কাণ্ডে জড়িতদের কাউকে ছাড়া হবে নাঃ অমিত শাহ

আন্তর্জাতিক
  • Update Time : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১৭ Time View

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। ভারতের অভিযোগ এই হামলার পেছনে দায় আছে পাকিস্তানের। যা মানতে নারাজ ইসলামাবাদ। এই অবস্থায় দুদেশের মধ্যে গত কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে গোলাগুলির ঘটনায় ঘটছে নিয়মিত।

যা নিয়েই এবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লড়াই শেষ হয়নি জানিয়ে বেছে বেছে এ ঘটনার দায়ী ব্যক্তিদের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২২ এপ্রিল পহেলগাঁও হামলার দিনেই সৌদি আরব থেকে অমিত শাহকে নির্দেশ পাঠান মোদি। ফোন পেয়েই শ্রীনগর রওনা দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন চাঞ্চল্যকর পরিস্থিতিতে শ্রীনগরে হাইভোল্টেজ বৈঠকে বসেছিলেন শাহ। পরের দিন গিয়েছিলেন পেহেলগাম। এবার পেহেলগাম নিয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নব্বইয়ের দশক থেকে কাশ্মীরে যে বিচ্ছিন্নতাবাদ চলছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্সের নীতি রয়েছে। আমরা জোরদারভাবে আমাদের লড়াই লড়েছি। আজ ওরা যেন এটা ভেবে না নেয় যে, আমাদের এই ২৭ জন নাগরিকের প্রাণ নিয়ে ওরা লড়াই জিতে গিয়েছে।’

এরপর হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ‘সকল আতঙ্ক ছড়ানোদের বলতে চাই, লড়াই শেষ হয়নি। একটা পর্যায়ে এসেছে। প্রতিটি ব্যক্তিকে বেছে বেছে জবাব দেওয়া হবে।’

এর আগে বিহারের মধুবনী থেকে পেহেলগাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘দুনিয়ার শেষ পর্যায় পর্যন্ত গিয়ে হলেও দোষীদের ধরা হবে।’

আর হামলার শিকার ব্যক্তি ও পরিবারগুলির উদ্দেশে অমিত শাহ বলেন, ‘এটি কেবল তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ব্যক্তিগতভাবে আমাদের জন্যও ক্ষতি। পেহেলগাম কাণ্ড যারা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না।’

Please Share This Post in Your Social Media

পেহেলগাম কাণ্ডে জড়িতদের কাউকে ছাড়া হবে নাঃ অমিত শাহ

আন্তর্জাতিক
Update Time : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। ভারতের অভিযোগ এই হামলার পেছনে দায় আছে পাকিস্তানের। যা মানতে নারাজ ইসলামাবাদ। এই অবস্থায় দুদেশের মধ্যে গত কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে গোলাগুলির ঘটনায় ঘটছে নিয়মিত।

যা নিয়েই এবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লড়াই শেষ হয়নি জানিয়ে বেছে বেছে এ ঘটনার দায়ী ব্যক্তিদের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২২ এপ্রিল পহেলগাঁও হামলার দিনেই সৌদি আরব থেকে অমিত শাহকে নির্দেশ পাঠান মোদি। ফোন পেয়েই শ্রীনগর রওনা দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন চাঞ্চল্যকর পরিস্থিতিতে শ্রীনগরে হাইভোল্টেজ বৈঠকে বসেছিলেন শাহ। পরের দিন গিয়েছিলেন পেহেলগাম। এবার পেহেলগাম নিয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নব্বইয়ের দশক থেকে কাশ্মীরে যে বিচ্ছিন্নতাবাদ চলছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্সের নীতি রয়েছে। আমরা জোরদারভাবে আমাদের লড়াই লড়েছি। আজ ওরা যেন এটা ভেবে না নেয় যে, আমাদের এই ২৭ জন নাগরিকের প্রাণ নিয়ে ওরা লড়াই জিতে গিয়েছে।’

এরপর হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ‘সকল আতঙ্ক ছড়ানোদের বলতে চাই, লড়াই শেষ হয়নি। একটা পর্যায়ে এসেছে। প্রতিটি ব্যক্তিকে বেছে বেছে জবাব দেওয়া হবে।’

এর আগে বিহারের মধুবনী থেকে পেহেলগাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘দুনিয়ার শেষ পর্যায় পর্যন্ত গিয়ে হলেও দোষীদের ধরা হবে।’

আর হামলার শিকার ব্যক্তি ও পরিবারগুলির উদ্দেশে অমিত শাহ বলেন, ‘এটি কেবল তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ব্যক্তিগতভাবে আমাদের জন্যও ক্ষতি। পেহেলগাম কাণ্ড যারা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না।’