ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাকের র‌‌ঙ বদল হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৪৫ Time View

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা

জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল, বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার চলতি বছরের শুরুতে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক বদলের সিদ্ধান্ত নেয়।

সচিবালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্র জানায়, ৯ মাস পর সেই নতুন পোশাক চূড়ান্ত অনুমোদনের জন্য গতকাল কোর কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। তবে কোর কমিটির সদস্যরা বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন। পুলিশের পোশাকের রং নির্ধারণ হয়েছিল আয়রন, র‍্যাবের জলপাই আর আনসারের সোনালি গমের। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, নির্বাচনের আগে বইমেলা না করার ব্যাপারেও সভায় সুপারিশ আসে।

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের রাউজানে ১১ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়ে বলেন, রাউজান, ফটিকছড়ি একটু কঠিন এলাকা। আগেও ছিল, এখনও আছে। এসব জায়গায় অপরাধ করে অপরাধীরা পাহাড়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাকের র‌‌ঙ বদল হতে পারে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল, বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার চলতি বছরের শুরুতে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক বদলের সিদ্ধান্ত নেয়।

সচিবালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্র জানায়, ৯ মাস পর সেই নতুন পোশাক চূড়ান্ত অনুমোদনের জন্য গতকাল কোর কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। তবে কোর কমিটির সদস্যরা বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন। পুলিশের পোশাকের রং নির্ধারণ হয়েছিল আয়রন, র‍্যাবের জলপাই আর আনসারের সোনালি গমের। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, নির্বাচনের আগে বইমেলা না করার ব্যাপারেও সভায় সুপারিশ আসে।

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের রাউজানে ১১ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়ে বলেন, রাউজান, ফটিকছড়ি একটু কঠিন এলাকা। আগেও ছিল, এখনও আছে। এসব জায়গায় অপরাধ করে অপরাধীরা পাহাড়ে চলে যায়।