পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

- Update Time : ১১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৩৮ Time View
বর্তমান সময়ে বেশির ভাগ নায়িকাই সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকম অস্ত্রোপচার করিয়ে থাকেন। সেই তালিকা থেকে বাদ যাননি বলিউড মডেল ও অভিনেত্রী মৌনি রায়। সার্জারির মাধ্যমে চেহারায় পরিবর্তন আনায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। মৌনির পুরো শরীরকে ‘প্লাস্টিকের তৈরি’ বলে মন্তব্য করায়, নেটিজেনদের কড়া জবাব দিলেন এই অভিনেত্রী।
শুক্রবার (২২ আগস্ট) নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মৌনি। ছবির পোস্টে হাজার হাজার রিয়েক্টের পাশাপাশি ভক্তরা অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্যের ঘরে জানাতে শুরু করেন তাদের মতামত।
মন্তব্য ঘরে কেউ কেউ লেখেছেন, অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে অভিনেত্রী আগের মতো নন; বরং কুৎসিত হয়ে উঠেছেন। আবার অন্য একজন লেখেছেন, ‘প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়।’
ভক্তের এমন মন্তব্যে পাল্টা জবাব দেন মৌনি। ট্রলকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ।’
এর আগেও ‘ভূতনী’ ছবির ট্রেলার প্রচার অনুষ্ঠানে মৌনিকে দেখে বিস্মিত হয়েছিলেন নেটিজেনরা। বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে নানা মন্তব্য করেছিলেন তারা। তবে এসব বিষয় খুব একটা গায়ে মাখেন না মৌনি।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনি বলেন, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়