পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

- Update Time : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১৪০ Time View
আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পিক্সেল’-এ নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। চলতি বছরের জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। এছাড়াও এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়ও রয়েছেন তিনি।
পিক্সেল-এর পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। বিগত চার সপ্তাহে তার ভিডিওগুলো ৬.৫ মিলিয়ন বার দেখা হয়েছে। তার জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সেকেন্ডে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।
জানা যায়, গত এক মাসে পিক্সেল-এর অলটাইম র্যাংকে ইমনের অবস্থান ১৪তম, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন।
বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেল-এর হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি যুক্ত করেছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ, যা আগে ছিল না। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।
ইমরুল কাওসার ইমন জানান, দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।
উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়