পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত
- Update Time : ০৩:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৬৩ Time View
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে, সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং এ হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান। সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও দুজনকে কাশ্মীর হামলার ঘটনা নিয়ে দু’দেশে সৃষ্ট উত্তেজনা কমানোর পরামর্শও দেন মার্কো রুবিও।
এদিকে পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত বা দেশটির ভাড়া নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































