ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

পশ্চিমা অসভ্যতা আমদানি হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৫:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৫৮ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশে পশ্চিমা অসভ্যতা আমদানি করার পায়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা তা প্রতিহত করব। প্রথম দিন থেকেই আমরা আপনাদের (অন্তবর্তী সরকার) সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে, সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে সরকারকে আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুসরত আমাদের নেই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ‘ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন, কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন। ইতিহাস প্রমাণ করে, যে দেশের মানুষ হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, শেখ হাসিনাও মারতে পারে নাই।

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করেছিলেন। তিনি প্রতিশোধ নিয়েছেন দেশের মানুষের কাছ থেকে। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ নিয়েছেন। শেখ হাসিনা জানতেন ১৫ আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি লুট ও গণহত্যাসহ এমন জঘন্য কাজ করেছেন যে দেশে আওয়ামী লীগের নেতাদের আর মুখ দেখানোর উপায় নেই।

ভারতে নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করে মামুনুল হক বলেন, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আপনার নবীকে গালি দেবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এ দেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।যদি আমরা সত্যিকার অর্থেই ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চাই, তাহলে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র-মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। পূর্ণাঙ্গ ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তু খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

পশ্চিমা অসভ্যতা আমদানি হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

নওরোজ ডেস্ক
Update Time : ০৫:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশে পশ্চিমা অসভ্যতা আমদানি করার পায়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা তা প্রতিহত করব। প্রথম দিন থেকেই আমরা আপনাদের (অন্তবর্তী সরকার) সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে, সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে সরকারকে আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুসরত আমাদের নেই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ‘ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন, কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন। ইতিহাস প্রমাণ করে, যে দেশের মানুষ হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, শেখ হাসিনাও মারতে পারে নাই।

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করেছিলেন। তিনি প্রতিশোধ নিয়েছেন দেশের মানুষের কাছ থেকে। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ নিয়েছেন। শেখ হাসিনা জানতেন ১৫ আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি লুট ও গণহত্যাসহ এমন জঘন্য কাজ করেছেন যে দেশে আওয়ামী লীগের নেতাদের আর মুখ দেখানোর উপায় নেই।

ভারতে নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করে মামুনুল হক বলেন, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আপনার নবীকে গালি দেবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এ দেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।যদি আমরা সত্যিকার অর্থেই ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চাই, তাহলে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র-মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। পূর্ণাঙ্গ ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তু খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন।

নওরোজ/এসএইচ