পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

- Update Time : ০৩:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১৪০ Time View
রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, “রাত আটটার দিকে দুর্বৃত্তরা হঠাৎ করেই বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, “নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের সদস্যরা খবর পেয়েই দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।”
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্তে কাজ করছে।