পর্নোগ্রাফি প্রতারক চক্রের ফাঁদে প্রবাসীর স্ত্রী, গ্রেপ্তার দুই নারী

- Update Time : ১০:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৮০ Time View
বোয়ালমারীতে পর্নোগ্রাফি প্রতারক চক্রের ফাঁদে পড়ে প্রায় ১২ লাখ টাকা খুইয়েছেন এক প্রবাসীর স্ত্রী। তিনি বাদি হয়ে ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন। পুলিশ ওই চক্রের দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে তুলেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রোজ ভ্যালি গার্ডেন থেকে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আলফাডাঙ্গা উপজেলার সিকিপাড়া গ্রামের কাকলী বেগম (৩২) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের তানিয়া খানম (৩২)।
মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের প্রবাসীর স্ত্রী ও গ্রেপ্তার তানিয়া খানম সম্পর্কে বিয়াইন। উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। এ সুযোগে তানিয়া ওই নারীর শ্বশুরবাড়ি এসে মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ভিডিও নিয়ে সুপার এডিট করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। বাধ্য হয়ে ওই নারী ৬ জনের নামে মামলা করেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রতারক দুই নারীকে গ্রেপ্তার করে।
চক্রের বাকি ৪ সদস্য হলো– গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সেলিম খান ওরফে সুমন শিকদার, তার স্ত্রী ফারজানা বেগম, নয়নীপাড়া গ্রামের মুজাহিদ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের বদিউল আলম তুহিন। তাদের মধ্যে তুহিন পালিয়ে গেছেন বলেও জানা গেছে।
এসআই মো. শামীম দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসূল বলেন, পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়