ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

পর্দার অ্যালেন স্বপন এবার কমিকসের পাতায়

বিনোদন
  • Update Time : ০১:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩২ Time View

বাংলাদেশের ওটিটি দুনিয়ায় আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’ এবার পা রেখেছে কমিকসের জগতে। চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর কেন্দ্রীয় চরিত্রটি এখন ধরা দেবে রঙিন পাতায়। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ নামের এই কমিকস, যা পাওয়া যাচ্ছে ঢাকা কমিক্সের ৯৪৯-৯৫০ নম্বর স্টলে।

২০ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা কমিক্সের স্টলে ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক এবং চরকির বিজনেস লিড ফয়সাল রহমান।

এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অন্যরকম। আশা করছি, অ্যালেন স্বপনের মতো জনপ্রিয় একটি চরিত্র কমিকসের মাধ্যমে নতুনভাবে পাঠকদের কাছে পৌঁছাবে।”

যদিও এই কমিকস সিরিজের উপর ভিত্তি করে তৈরি, তবুও ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’-এ থাকছে সম্পূর্ণ মৌলিক পাঁচটি গল্প। ‘স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু, শেখ কোরাশানী লিখেছেন ‘ডোম’, ‘মানসাঙ্ক’ ও ‘ফাঁদ’, আর ‘পেঁয়াজু’ লিখেছেন তারা দুজন মিলে।

গল্পগুলোর অলংকরণ করেছেন বাংলাদেশের নামী চিত্রশিল্পীরা—মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)। প্রচ্ছদ এঁকেছেন আসিফুর রহমান। কমিকসটির সম্পাদনা করেছেন মেহেদী হক ও শেখ কোরাশানী।

অ্যালেন স্বপনের ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে চরকি অরিজিনাল ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে। সেখানে ছোট্ট উপস্থিতিতেই দর্শকদের মন জয় করে নেয় চরিত্রটি। এই জনপ্রিয়তাই জন্ম দেয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ (২০২৩) সিরিজের, যা বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ। শিহাব শাহীন নির্মিত এই সিরিজে অ্যালেন স্বপনের চরিত্রটি পূর্ণতা পায় এবং দর্শকের ব্যাপক প্রশংসা অর্জন করে।

এবার এই চরিত্রকে নিয়ে তৈরি হলো নতুন কমিকস, যা তার অনুরাগীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে।

‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ কমিকসটি এম রেটেড, অর্থাৎ এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য উপযোগী। সিরিজটি যেমন রহস্য ও উত্তেজনায় ভরপুর, তেমনি কমিকসেও থাকবে একই রকমের আকর্ষণীয় উপাদান।

Please Share This Post in Your Social Media

পর্দার অ্যালেন স্বপন এবার কমিকসের পাতায়

বিনোদন
Update Time : ০১:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের ওটিটি দুনিয়ায় আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’ এবার পা রেখেছে কমিকসের জগতে। চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর কেন্দ্রীয় চরিত্রটি এখন ধরা দেবে রঙিন পাতায়। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ নামের এই কমিকস, যা পাওয়া যাচ্ছে ঢাকা কমিক্সের ৯৪৯-৯৫০ নম্বর স্টলে।

২০ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা কমিক্সের স্টলে ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক এবং চরকির বিজনেস লিড ফয়সাল রহমান।

এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অন্যরকম। আশা করছি, অ্যালেন স্বপনের মতো জনপ্রিয় একটি চরিত্র কমিকসের মাধ্যমে নতুনভাবে পাঠকদের কাছে পৌঁছাবে।”

যদিও এই কমিকস সিরিজের উপর ভিত্তি করে তৈরি, তবুও ‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’-এ থাকছে সম্পূর্ণ মৌলিক পাঁচটি গল্প। ‘স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু, শেখ কোরাশানী লিখেছেন ‘ডোম’, ‘মানসাঙ্ক’ ও ‘ফাঁদ’, আর ‘পেঁয়াজু’ লিখেছেন তারা দুজন মিলে।

গল্পগুলোর অলংকরণ করেছেন বাংলাদেশের নামী চিত্রশিল্পীরা—মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)। প্রচ্ছদ এঁকেছেন আসিফুর রহমান। কমিকসটির সম্পাদনা করেছেন মেহেদী হক ও শেখ কোরাশানী।

অ্যালেন স্বপনের ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে চরকি অরিজিনাল ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে। সেখানে ছোট্ট উপস্থিতিতেই দর্শকদের মন জয় করে নেয় চরিত্রটি। এই জনপ্রিয়তাই জন্ম দেয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ (২০২৩) সিরিজের, যা বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ। শিহাব শাহীন নির্মিত এই সিরিজে অ্যালেন স্বপনের চরিত্রটি পূর্ণতা পায় এবং দর্শকের ব্যাপক প্রশংসা অর্জন করে।

এবার এই চরিত্রকে নিয়ে তৈরি হলো নতুন কমিকস, যা তার অনুরাগীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে।

‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ কমিকসটি এম রেটেড, অর্থাৎ এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য উপযোগী। সিরিজটি যেমন রহস্য ও উত্তেজনায় ভরপুর, তেমনি কমিকসেও থাকবে একই রকমের আকর্ষণীয় উপাদান।