পবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন কুবি শিক্ষক আমজাদ হোসেন

- Update Time : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৪ Time View
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন।
গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক পাঁচজন শিক্ষককে সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন করা হয়েছে। এই পাঁচ সদস্যের মধ্যে একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন।
এবিষয়ে অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলর আমাকে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করেছেন, যা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করি আমার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমৃদ্ধ করতে সহায়ক হবে। একই সঙ্গে আমার নাম প্রস্তাব করার জন্য পবিপ্রবি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’