পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

- Update Time : ০৫:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৬৮ Time View
পটুয়াখালী জেলায় অন্যতম বৃহত্তম ক্রেডিট সমবায়ী সংগঠন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির লিমিটেড এর নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৮তম বার্ষিক সাধারণ সভা জাতীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম।
সমিতির পরিচালক কির্তিবাস চন্দ্র পাল (বিদ্যূৎ) এর সঞ্চালনায় এবং সভাপতি মো: বশির উদ্দীন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন, কোষাধক্ষ মোঃহাবিবুর রহমান জলিল, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউর হাকিম (বাবুল), সাধারণ সম্পাদক মো: সোহেল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো:মেহেদি হাসান প্রমূখ। সভায় সমিতির প্রায় দেড় হাজার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে পটুয়াখালী সদর উপজেলায় ডিবুয়াপুরে এ সমিতি গঠিত হয়। এ সমিতিতে ১৬৮৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৫৭০ জন মহিলা।
নওরোজ/এসএইচ