পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

- Update Time : ১১:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৩৫ Time View
পটুয়াখালী শহরে আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূলহোতা মোহাম্মদ জাহিদকে (২৬) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা সড়ক বিদ্যালয়ের পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা দুপুরের দিকে জাহিদকে গ্রেপ্তার করি। তার বাড়ি নওমালা বাউফল, তার তথ্য অনুযায়ী মনিটর, মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হচ্ছে। বাকি তথ্য প্রেস বিফিংয়ের মাধ্যমে জানানো হবে।’
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের সদর রোডে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়