পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেন ও সদস্য সচিব গোলাম রহমান

- Update Time : ০৩:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১৭৪ Time View
পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের এক বছর মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এতে দৈনিক ইনকিলাব এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ জাকির হোসেনকে আহবায়ক এবং দৈনিক আমার দেশ এর প্রতিনিধি অধ্যাপক মোঃ গোলাম রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সদস্য হিসেবে উক্ত কমিটিতে যারা রয়েছেন, দৈনিক গণদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া,ডেইলি স্টার এর প্রতিনিধি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি/ আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান বাবলু।
এদিকে পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে প্রেসক্লাবকে এগিয়ে নিতে চান সামনের দিকে।
এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত,সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি কাজল বরণ দাস সহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়