পঞ্চগড়ে সড়কে দুর্ঘটনা রোধে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে

- Update Time : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১২০ Time View
ঈদের আগে ও পরে মহাসড়ক গ্রামীণ সড়কে দুর্ঘটনা রোধে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং,লিফলেট বিতরণ, রোড শো ও জনসচেতমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো ঠেকাতে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে ।
এ বিষয়ে বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি, বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছি। ঈদ যাত্রা কে নিরাপদ করতে বিআরটিএ চেয়ারম্যান ও বিশেষ নির্দেশনা দিয়েছেন।
এদিকে, বেপরোয়া গতিতে বাইক চালানো রোধে ঈদের আগের দিন থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানো হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশনা বাস্তবায়নে ও নজরদারি থাকবে।
জেলা প্রশাসনের পক্ষে থেকে জানানো হয়, অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন করিমন ভটভটি নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন বন্ধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগে জেলা বাসি স্বস্তি প্রকাশ করছে। তারা মনে করছেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে ঈদ যাত্রা আর ও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়