ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৭:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ২৪২ Time View

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়িক বিরোধে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ওপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয় বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। কখনো এক কথা, কখনো আরেক কথা বলে তারা দেশের রাজনীতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৭:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়িক বিরোধে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ওপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয় বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। কখনো এক কথা, কখনো আরেক কথা বলে তারা দেশের রাজনীতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।