নোয়াখালীতে লাঠিখেলা ও লোকগানে বিএনপির ৩১ দফা প্রচারণা

- Update Time : ০২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৪৪৯ Time View
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার করেছে স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকেল ও রাতে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে বাদ্যযন্ত্রের তালে তালে প্রচারণা চালানো হয়।
লাঠিখেলা, লোকজ সংগীত, গণমিছিল, লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
প্রচারপত্র বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরও জানান, হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদীভাঙন বিএনপি ক্ষমতায় এলে তা শতভাগ সমাধান করা হবে। হাতিয়ার নিঝুম দ্বীপ ও উপকূলীয় বিচগুলোকে পর্যটনবান্ধব করে তুলতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়