নেইমারকে নিয়ে পিএসজির সঙ্গে আল হিলালের সমঝোতা

- Update Time : ০৬:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৪২ Time View
কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, নেইমারকে দলে ভেড়াতে জোর চেষ্টা করছে আল হিলাল। এবার সেটা নতুন মাত্রা পেল। বিবিসি লিখেছে, পিএসজি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে চুক্তিতে সম্মত হয়েছে সৌদি আরবের ক্লাবটি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার।
আর ট্রান্সফার ফি হতে পার ৯ কোটি ইউরো। সৌদি প্রো লিগের ক্লাবটিতে এই তারকা ফুটবলারের মেডিকেল এবং চুক্তিপত্রে স্বাক্ষরের পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে ছয় বছরের অধ্যায়ে ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
সবশেষ মৌসুমে তো সমর্থকদের দুয়োও শুনতে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। পিএসজির প্রাক-মৌসুম এশিয়া সফরের দলে ছিলেন নেইমার। তবে এরপর আচমকাই তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানান বলে গণমাধ্যমে খবর আসে। হয়তো এই কারণেই লিগ ওয়ানে গত শনিবার লরিয়ঁর বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয় তাকে।
তবে, পিএসজির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজিতে বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পান নেইমার। পিএসজির জার্সিতে পাঁচটি লিগ ওয়ানসহ ঘরোয়া অনেকগুলো শিরোপা জিতেছেন তিনি। কিন্তু ক্লাবটির মূল চাওয়া চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা কাটানোয় ভ‚মিকা রাখতে পারেননি তিনি। ভাগ্যও অবশ্য তার সহায় হয়নি; একাধিক মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে চোটে ছিটকে পড়ার তেতো অভিজ্ঞতা হয় তার।
নেইমারের আগে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকেও দলে ভেড়ানোর চেষ্টা করে আল হিলাল। তবে পিএসজি ছেড়ে গত মাসে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ২৪ বছর বয়সী এমবাপের জন্য আল হিলালের ২০ কোটি ইউরোর প্রস্তাব অবশ্য গ্রহণ করেছিল প্যারিসের ক্লাবটি। তবে তা ফিরিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত নেইমারকে আল হিলাল চুক্তিবদ্ধ করতে পারলে সৌদি ফুটবলের ইতিহাসে তা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ইউরোপের শীর্ষ দলগুলো থেকে এরইমধ্যে বেশ কয়েকজন বড় মাপের তারকাকে দলে টেনেছে দেশটির কয়েকটি ক্লাব; তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো- করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেস, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, এনগোলো কঁতে। বলা যায়, সৌদি ফুটবলে এই জাগরণের শুরু গত জানুয়ারিতে।ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তখন আল না¯্রে যোগ দেন সাবেক রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।