নীলফামারীর কিশোরগঞ্জে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- Update Time : ১২:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ১৭৮ Time View
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও”এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার কিশোরগঞ্জে উপজেলা শাখার বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভি,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ উপজেলা শাখার প্রধান ও প্রদীপ শিখা যুব ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ ইসলাম সুরুজসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ এবং বাংলাদেশ কৃষক লীগের ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণসহ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা কাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।