নীলফামারীর কিশোরগঞ্জ ইউপি সচিবের বিদায় ও বরণ অনুষ্ঠান

- Update Time : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ৩২৭ Time View
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ৬নং কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হকের অবসর জনিত বিদায় এবং নবাগত সচিব দেলোয়ার হোসেনের বরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১জুলাই সোমবার দুপুরে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান আনু, নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, পুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের বিদায়ী সচিব এনামুল হক একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা,শ্রম,দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের সম্মান বৃদ্ধি করেছেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য কর্মকর্তা-কর্মচারী গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে অবসর জনিত বিদায়ী সচিব এনামুল হকের হাতে ভালোবাসার স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয়। একই সাথে নবাগত সচিব দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেন।