ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

আল-আমিন, নীলফামারী
  • Update Time : ০৬:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ২৩৩ Time View

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দিনব্যাপি জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই/২৩) সকালে জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকপঙ্কজ ঘোষ।

এরপর সেখান থেকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি সেবাসমূহমানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে বর্তমান সরকার। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ সাধারণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে।

কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হয় সেদিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে।

আমরা চাই একজন নাগরিকের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি বিভিন্ন দপ্তরের ১৩টি স্টল দিন ব্যপি উদ্ভাবনী প্রদর্শনী প্রদর্শন করে এবং সেবা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

আল-আমিন, নীলফামারী
Update Time : ০৬:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দিনব্যাপি জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই/২৩) সকালে জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকপঙ্কজ ঘোষ।

এরপর সেখান থেকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি সেবাসমূহমানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে বর্তমান সরকার। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ সাধারণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে।

কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হয় সেদিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে।

আমরা চাই একজন নাগরিকের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি বিভিন্ন দপ্তরের ১৩টি স্টল দিন ব্যপি উদ্ভাবনী প্রদর্শনী প্রদর্শন করে এবং সেবা প্রদান করেন।