নীলফামারী-০৪ আসনে নৌকার মাঝি হলেন জাকির হোসেন বাবুল

- Update Time : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪৭৯ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চুড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নীলফামারী -০৪ আসনের বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল নৌকার মনোনয়ন পাবেন বলে জোর আলোচনা ছিল। তবে সমান ভাবে আলোচনায় ছিল কিছু নতুন মুখ। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়