নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না: তথ্যমন্ত্রী

- Update Time : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৪০ Time View
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নিষেধাজ্ঞা আর পাল্টা-নিষেধাজ্ঞা এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ইরানের বিরুদ্ধে অনেকেই স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়ে রেখেছে; ইরানের সরকার তো পড়ে যায়নি, বহাল তবিয়তে আছে। বহু বছরের স্যাংশনেও কিউবাকে টলানো যায়নি, সরকারও পরিবর্তন হয়নি। মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন দেওয়া হয়েছে, সেখানকার সরকার তো পরিবর্তন হয়নি।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন। সেগুলো অমান্য করেই ইউরোপের বিভিন্ন দেশ এবং অনেকেই তাদের কাছ থেকে পণ্য আমদানি করছে। অর্থাৎ এগুলো দিয়ে আসলে লাভ হয় না।’
একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন উদ্ধৃত করে সাংবাদিকেরা দেশের ওপর ‘স্যাংশনের’ সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘যে পত্রিকা লিখেছে, তাদের জিজ্ঞাসা করুন, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। আরেকটি কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘গত ৫১ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে, আমাদের নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণসহ নানা সহায়তা দিয়ে আসছে এবং সেই সহায়তা অব্যাহত আছে। আমরা মনে করি, আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতায় দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের এক অত্যন্ত “প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার”।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়