ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিলামে রেকর্ড দামে বিক্রি হল টিপু সুলতানের তলোয়ার

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ৫৯৯ Time View

টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে। খবর সিএনএনের।

গত মঙ্গলবার লন্ডনের বনহ্যামস নিলাম হাউসে বিক্রির জন্য তোলা হয় তলোয়ারটি। এক কোটি ৭৪ লাখ ডলারে (১ কোটি ৪০ লাখ পাউন্ড) বিক্রি হয়েছে আঠারো শতকের প্রখ্যাত ভারতীয় বীর শাসক টিপু সুলতানের তলোয়ারটি। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৬ কোটি টাকা। নিলামকারী প্রতিষ্ঠান তলোয়ারটি যে দামে বিক্রির আশা করেছিল, তার চেয়ে সাত গুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে।

এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউসে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামি ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটিই সর্বোচ্চ দাম।

বনহ্যামসের ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, তলোয়ারটি একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এটির উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত।

এটির নিলামে যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে আশ্চর্যের কিছু ছিল না। দুজন ফোনে এবং নিলাম কক্ষে একজন এটি পেতে মরিয়া ছিলেন। ফল যা এসেছে তাতে আমরা দারুণ আনন্দিত।

ভারতীয় উপমহাদেশের দক্ষিণের সমৃদ্ধ রাজ্য  মহীশূরর শাসক ছিলেন টিপু সুলতান। তার বিখ্যাত তলোয়ারের কথা অনেকেই শুনেছেন। দেশের স্বাধীনতা রক্ষায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছেন তিনি। টিপু সুলতান তার শয়নকক্ষের ছাদ থেকে ঝুলিয়ে রাখা একটি হ্যামকে ঘুমাতেন, পাশে থাকত তার সেই বিখ্যাত তলোয়ার।

নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষায় তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। তিনি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু মাথা কখনো নত করেননি। তার জগৎবিখ্যাত উক্তি হলো, সিংহের মতো একদিন বেঁচে থাকা শৃগালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়েও শ্রেয়। নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিছেন যে, ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন।

বনহ্যামসের পক্ষ থেকে বলা হয়, তিনি যুদ্ধে রকেট আর্টিলারি ব্যবহারের প্রবক্তা ছিলেন। তার আমলে ভারতে সবচেয়ে গতিশীল অর্থনীতির রাজ্য ছিল মহীশূর।

উল্লেখ্য, ১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে (বর্তমান নাম শ্রীরাঙ্গাপাটনা) আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে।

টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তার সাহসের স্মারকস্বরূপ তলোয়ারটি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

নিলামে রেকর্ড দামে বিক্রি হল টিপু সুলতানের তলোয়ার

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে। খবর সিএনএনের।

গত মঙ্গলবার লন্ডনের বনহ্যামস নিলাম হাউসে বিক্রির জন্য তোলা হয় তলোয়ারটি। এক কোটি ৭৪ লাখ ডলারে (১ কোটি ৪০ লাখ পাউন্ড) বিক্রি হয়েছে আঠারো শতকের প্রখ্যাত ভারতীয় বীর শাসক টিপু সুলতানের তলোয়ারটি। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৬ কোটি টাকা। নিলামকারী প্রতিষ্ঠান তলোয়ারটি যে দামে বিক্রির আশা করেছিল, তার চেয়ে সাত গুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে।

এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউসে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামি ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটিই সর্বোচ্চ দাম।

বনহ্যামসের ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, তলোয়ারটি একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এটির উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত।

এটির নিলামে যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে আশ্চর্যের কিছু ছিল না। দুজন ফোনে এবং নিলাম কক্ষে একজন এটি পেতে মরিয়া ছিলেন। ফল যা এসেছে তাতে আমরা দারুণ আনন্দিত।

ভারতীয় উপমহাদেশের দক্ষিণের সমৃদ্ধ রাজ্য  মহীশূরর শাসক ছিলেন টিপু সুলতান। তার বিখ্যাত তলোয়ারের কথা অনেকেই শুনেছেন। দেশের স্বাধীনতা রক্ষায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছেন তিনি। টিপু সুলতান তার শয়নকক্ষের ছাদ থেকে ঝুলিয়ে রাখা একটি হ্যামকে ঘুমাতেন, পাশে থাকত তার সেই বিখ্যাত তলোয়ার।

নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষায় তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। তিনি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু মাথা কখনো নত করেননি। তার জগৎবিখ্যাত উক্তি হলো, সিংহের মতো একদিন বেঁচে থাকা শৃগালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়েও শ্রেয়। নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিছেন যে, ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন।

বনহ্যামসের পক্ষ থেকে বলা হয়, তিনি যুদ্ধে রকেট আর্টিলারি ব্যবহারের প্রবক্তা ছিলেন। তার আমলে ভারতে সবচেয়ে গতিশীল অর্থনীতির রাজ্য ছিল মহীশূর।

উল্লেখ্য, ১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে (বর্তমান নাম শ্রীরাঙ্গাপাটনা) আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে।

টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তার সাহসের স্মারকস্বরূপ তলোয়ারটি দেওয়া হয়।