ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

নির্মাণে ফিরলেন সাদাত, মূল চরিত্রে সাদিয়া-বাশার

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১৮৮ Time View

জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের পরিচিতি আছে নির্মাতা হিসেবেও। ‘গহীনের গান’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০১৯ সালে। তবে তার আগেও একাধিক কাজ করেছেন তিনি। দীর্ঘ চার বছরের বিরতির পর অবশেষে আবারও নির্মাণে ফিরেছেন তিনি।

‘রৌদ্রময়ী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন সাদাত। চলচ্চিত্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এবং একইসঙ্গে উন্মুক্ত করা হবে প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে। ‘রৌদ্রময়ী’ মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। এছাড়াও রয়েছেন মাঈন হাসান, অশোক বেপারি, আশা মজিদ রোজি, কাশপ্রিয়া প্রমুখ। সংবাদমাধ্যমকে সাদাত হোসাইন বলেন, ‘‘চলচ্চিত্রটিতে একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের ভ‚মিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার। যিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কেবল বাবা মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিকেলে পড়তে বাধ্য হন।

কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে। যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছেন নেন তিনি। কিন্তু সেখান থেকে কী করে আবার একটি সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসেন- সেই অনুপ্রেরণার গল্পই ‘রৌদ্রময়ী।’’ ‘প্রজন্ম ওয়েভ’র যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে ‘প্রজন্ম আগামী’ নামে। তারুণ্যের আশা-আকাক্সক্ষা, জীবনযাত্রা, দেশ-সময়-রাজনীতি ভাবনা, সম্পর্ক, দেশাত্মবোধ, সহিষ্ণুতা, লৈঙ্গিক সমতার মতো ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতে প্রথমে টিভি ভ্যারাইটি শো এবং পরবর্তীতে তরুণ মেধাবী চলচ্চিত্রকারদের পরিচালনায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়।

যা এই সময়ের প্রতিচ্ছবি হিসেবে তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। এই সিজনে সাদাত হোসাইন, মিজানুর রহমান আরিয়ান, জাহিদ প্রীতমসহ আট তরুণ নির্মাতা নির্মাণ করেছেন আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।এবারের আয়োজনের সার্বিক সমন্বয়ে রয়েছেন আকিক আনোয়ার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আহবান করা গল্প থেকে বাছাইকৃত গল্প নিয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। ‘রৌদ্রময়ী’ গল্পটি লিখেছেন কানিজ ফাতেমা কনিকা।

যার চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন সাদাত হোসাইন। চলচ্চিত্রটিতে বেলাল খানের সুর ও কণ্ঠে ‘যখন রোদের দিনে রাত নামে’ শিরোনামে একটি গানও রয়েছে। রাজধানীর মিরপুর বিরুলিয়া, উত্তরা ও আশুলিয়ায় শ্যুটিং সম্পন্ন হয়েছে চলচ্চিত্রটির। সাদাত হোসাইন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছিলেন ২০১৬ সালে তার নির্মিত নির্বাক চলচ্চিত্র ‘দ্যা শ্যুজ’ এর জন্য। গহীনের গানের পর নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

নির্মাণে ফিরলেন সাদাত, মূল চরিত্রে সাদিয়া-বাশার

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের পরিচিতি আছে নির্মাতা হিসেবেও। ‘গহীনের গান’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০১৯ সালে। তবে তার আগেও একাধিক কাজ করেছেন তিনি। দীর্ঘ চার বছরের বিরতির পর অবশেষে আবারও নির্মাণে ফিরেছেন তিনি।

‘রৌদ্রময়ী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন সাদাত। চলচ্চিত্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এবং একইসঙ্গে উন্মুক্ত করা হবে প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে। ‘রৌদ্রময়ী’ মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। এছাড়াও রয়েছেন মাঈন হাসান, অশোক বেপারি, আশা মজিদ রোজি, কাশপ্রিয়া প্রমুখ। সংবাদমাধ্যমকে সাদাত হোসাইন বলেন, ‘‘চলচ্চিত্রটিতে একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের ভ‚মিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার। যিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কেবল বাবা মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিকেলে পড়তে বাধ্য হন।

কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে। যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছেন নেন তিনি। কিন্তু সেখান থেকে কী করে আবার একটি সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসেন- সেই অনুপ্রেরণার গল্পই ‘রৌদ্রময়ী।’’ ‘প্রজন্ম ওয়েভ’র যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে ‘প্রজন্ম আগামী’ নামে। তারুণ্যের আশা-আকাক্সক্ষা, জীবনযাত্রা, দেশ-সময়-রাজনীতি ভাবনা, সম্পর্ক, দেশাত্মবোধ, সহিষ্ণুতা, লৈঙ্গিক সমতার মতো ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতে প্রথমে টিভি ভ্যারাইটি শো এবং পরবর্তীতে তরুণ মেধাবী চলচ্চিত্রকারদের পরিচালনায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়।

যা এই সময়ের প্রতিচ্ছবি হিসেবে তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। এই সিজনে সাদাত হোসাইন, মিজানুর রহমান আরিয়ান, জাহিদ প্রীতমসহ আট তরুণ নির্মাতা নির্মাণ করেছেন আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।এবারের আয়োজনের সার্বিক সমন্বয়ে রয়েছেন আকিক আনোয়ার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আহবান করা গল্প থেকে বাছাইকৃত গল্প নিয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। ‘রৌদ্রময়ী’ গল্পটি লিখেছেন কানিজ ফাতেমা কনিকা।

যার চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন সাদাত হোসাইন। চলচ্চিত্রটিতে বেলাল খানের সুর ও কণ্ঠে ‘যখন রোদের দিনে রাত নামে’ শিরোনামে একটি গানও রয়েছে। রাজধানীর মিরপুর বিরুলিয়া, উত্তরা ও আশুলিয়ায় শ্যুটিং সম্পন্ন হয়েছে চলচ্চিত্রটির। সাদাত হোসাইন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছিলেন ২০১৬ সালে তার নির্মিত নির্বাক চলচ্চিত্র ‘দ্যা শ্যুজ’ এর জন্য। গহীনের গানের পর নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।