নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলীর মৃত্যুতে রংপুর জেলা প্রশাসকের শোক

- Update Time : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৩৩৩ Time View
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ঝন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ঝন্টু আলীর মৃত্যুতে রংপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বার্তায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝন্টু আলীর সাথে নানা স্মৃতি তুলে ধরেছেন তার বন্ধুসহ শুভাকাঙ্খিরা।
জানা যায়, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের বাসিন্দা ঝন্টু আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি বিভাগ থেকে স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।
ঝন্টু আলীর চাকুরি জীবন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটিতে যোগদানের মধ্যদিয়ে শুরু হয়। এরপর তিনি ৪০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে এএসপি পদে চাকুরিতে যোগদান করেন। পরে ৪১ বিসিএসে তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়