নিবন্ধন পাচ্ছে এনসিপি

- Update Time : ১১:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪০ Time View
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের শর্ত পূরণ করেছে। ফলে শিগগিরই দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপির প্রতীক নিয়ে একটি বিষয় এখনও অনিষ্পন্ন আছে। তাদের পছন্দ করা প্রতীক ইসির তফসিলে নেই। এ কারণে কমিশন তাদের কাছে নতুন প্রতীকের তালিকা চাইবে। এরপর প্রতীক চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর বাইরে আদালতের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকেও নিবন্ধনযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকে যায়। মাঠপর্যায়ে যাচাই শেষে এর মধ্যে দুটি দল শর্ত পূরণ করেছে।
ইসি সচিবের তথ্য অনুযায়ী, আরও তিনটি দলকে অধিকতর পর্যালোচনার আওতায় আনা হবে। এগুলো হলো—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)।
এ ছাড়া ৯টি দলের বিষয়ে বিস্তারিত তদন্ত হবে। সেগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজেপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
জেলা–উপজেলা পর্যায়ে কার্যক্রমের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় সাতটি দলের আবেদন বাতিল করেছে কমিশন। এগুলো হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সল্যুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।