ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৪৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৪৬ Time View

ধানুশ I ছবি: সংগৃহীত

বলিউডে ধানুশের মুখে প্রেমের ব্যর্থতার ছাপ। অনেকে হয়তো সেটিকে দেখেন হাস্যকর বা সমালোচনার চোখে, কিন্তু অভিনেতা নিজেই সেটিকে নিয়েছেন গর্বের সঙ্গে। দিল্লিতে প্রচারণার সময় ধানুশ বললেন, “আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি।

‘তেরে ইশক মে’ ছবির প্রচারণা চলাকালে ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে অভিনেতা জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ–অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি। ‘চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নাকি নেচারালি আমাকে সাহায্য করবে।’

ছবিতে তিনি অভিনয় করছেন শঙ্কর নামে এক চরিত্রে। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা আছে, যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। তবে চরিত্রটি ‘আগ্রাসী’ নয়।

এটা শুধু গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভর্তি একটি ভূমিকা। এ বছর একাধিক ছবি ও নির্মাণে যুক্ত থাকলেও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে।

এ সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন, কৃতি শ্যানন, প্রকাশ রাজ, সুশীল দাহিয়াসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৪৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বলিউডে ধানুশের মুখে প্রেমের ব্যর্থতার ছাপ। অনেকে হয়তো সেটিকে দেখেন হাস্যকর বা সমালোচনার চোখে, কিন্তু অভিনেতা নিজেই সেটিকে নিয়েছেন গর্বের সঙ্গে। দিল্লিতে প্রচারণার সময় ধানুশ বললেন, “আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি।

‘তেরে ইশক মে’ ছবির প্রচারণা চলাকালে ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে অভিনেতা জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ–অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি। ‘চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নাকি নেচারালি আমাকে সাহায্য করবে।’

ছবিতে তিনি অভিনয় করছেন শঙ্কর নামে এক চরিত্রে। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা আছে, যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। তবে চরিত্রটি ‘আগ্রাসী’ নয়।

এটা শুধু গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভর্তি একটি ভূমিকা। এ বছর একাধিক ছবি ও নির্মাণে যুক্ত থাকলেও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে।

এ সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন, কৃতি শ্যানন, প্রকাশ রাজ, সুশীল দাহিয়াসহ আরও অনেকে।