নিউটাউন সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

- Update Time : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৯৭ Time View
জাতির গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হলো ১৬ ডিসেম্বর, ২০২৪ এর মহান বিজয় দিবস।
এ উপলক্ষে নিউটাউন সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় বিজয় র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন— কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, ৩৬ জুলাই ২০২৪ বক্তৃতা পর্ব এবং ফুটবল ও ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
নিউটাউন এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
রাত ৮:৩০ এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৭১ থেকে ২৪ এর মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গল্প নিয়ে আবৃত্তি, নাটক এবং দেশের গান পরিবেশিত হয়।
অনুপম সংস্কৃতিক সংসদ এর পরিবেশনায় প্রাণবন্ত পরিবেশনা উপস্থাপিত হয়।
সোসাইটির আহবায়ক নেছার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আবু জাফরের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির অন্যতম উদ্যোক্তা মোঃ মোতাসিম বিল্লাহ, খাজা মাসুম বিল্লাহ কাওছারী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান রুমি, জসিম উদ্দিন সিকদার, জি এম ইমাম হোসেন ইমন, ডা: দেলোয়ার জাহান ইমরান, শরিফ উল্লাহ,জিন্নাতুল ইসলাম,শামিম আহম্মেদ, শিপন আহমেদ, তাজুল ইসলাম প্রমুখ।
মহান বিজয় দিবসের এই উদযাপন শুধু আনন্দের নয়, বরং ৭১ থেকে ২৪ এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ৩৬ জুলাই বিজয়ের মূল্যবোধ হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইবনে সিনা ডায়গনস্টিক এন্ড কনসার্টেশন সেন্টার এর সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো জাতীয় দৈনিক নয়া দিগন্ত, দৈনিক কালের কথা ও চ্যানেল ২১।