নাসরুল্লাহর পর আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

- Update Time : ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১১০ Time View
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোষ্ঠীটির আরও এক নেতা নাবিল কাউককে হত্যার দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে চাপে রাখতে রোববার (২৯ সেপ্টেম্বর) গোষ্ঠীটির একাধিক লক্ষ্য বস্তুতে হামলা আরও জোরদার করেছে সেনারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন নাবিল কাওউক। ইসরায়েল ও দেশটির নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। তবে নাবিলের হত্যা নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে এখনো মুখ খোলেনি হিজবুল্লাহ।
এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। তিনি তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন। গতবছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে হামলা বাড়ায় ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত দেশটিতে নারী, শিশুসহ প্রায় ৮০০ জন নিহত হয়েছে। আহত কয়েক হাজার। এ ছাড়া দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।
নওরোজ/এসএইচ