নারী বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা
- Update Time : ১১:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৬২ Time View
সম্প্রতি সমাপ্ত নারী বিশ্বকাপের সাফল্যের পর সেই ধারাকে এগিয়ে নিতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সংস্থাটি জানিয়েছে আগামী ২০২৯ সালের নারী বিশ্বকাপ দল সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দল, ১০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১২।
আইসিসি, যারা ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে প্রথমবারের মতো নারী ক্রিকেটের পরিসর বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিল, সম্প্রতি ২০২৫ বিশ্বকাপের সাফল্যের পর এক বিবৃতিতে তাদের ‘নারী ক্রিকেটের বিকাশে অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছে।
২০০০ সাল থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে আটটি দল অংশ নিয়ে আসছে। তবে ২০২৯ সালের আসরে ম্যাচের সংখ্যা হবে ৪৮টি, যেখানে আগের আসরে ছিল ৩১টি ম্যাচ।
আইসিসি আরও ঘোষণা করেছে, আগামী বছরের নারী টি২০ বিশ্বকাপে ১০ দলের পরিবর্তে ১২ দল অংশ নেবে। আগের আসরটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রায় তিন লাখ দর্শক সরাসরি মাঠে বসে ম্যাচ দেখেছেন, যা নারী ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড। এছাড়াও টেলিভিশন দর্শকসংখ্যাও নতুন রেকর্ড গড়েছে—শুধু ভারতে প্রায় ৫০ কোটি মানুষ ম্যাচগুলো দেখেছেন।’
আইসিসি বোর্ড নারী ক্রিকেট কমিটিতে নতুন সদস্য নিয়োগের অনুমোদনও দিয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাশলি ডি সিলভা, মিতালি রাজ, অমল মুজুমদার, বেন সয়্যার, শার্লট এডওয়ার্ডস এবং সালা স্টেলা সিয়ালে-ভায়া।
এছাড়া আইসিসি নিশ্চিত করেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, যেখানে পুরুষ ও নারী—উভয় ইভেন্ট মিলিয়ে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ইভেন্টে ছয়টি দল অংশ নেবে—আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া—এই পাঁচ অঞ্চলের শীর্ষস্থানীয় দল এবং আয়োজক যুক্তরাষ্ট্র।
ষষ্ঠ দল নির্ধারণে একটি বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, যদিও তার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচগুলো শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই, লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































