নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল সভাপতি ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

- Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
নারায়ণগঞ্জ রূপগঞ্জের ইউনিয়ন যুবদলের সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ ও বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে হেরিনাল ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা ও তার সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত।
এছাড়াও জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
এ বিষয়ে যুবদল সভাপতি আসাদুজ্জামান ফকির বলেন, “রফিকুল ইসলাম মোল্লা ফ্যাসিস্ট হাসিনার দোসর ও সাবেক সামরিক সচিব তারেক সিদ্দিকীর ঘনিষ্ঠ সহচর।
বিগত ১৬ বছর ধরে তিনি রূপগঞ্জে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের চেষ্টা করলে আমি তার প্রতিবাদ করি। এরপর তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে এবং হত্যার হুমকি দেয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া বিএনপি নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম মোল্লার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।