নরসিংদী জেলা শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ২৪৩ Time View
আজ ২ ই মে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী,আব্দুল মান্নান ভুইঁয়া পরিষদের সদস্য সচিব,সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ:রশিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান,আবু তাহের,কাঞ্চন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আ:হাই গাজী ও অন্যান্য।
আরও উপস্থিত ছিলেন,চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বেনজির আহমেদ খান বেনু, শিবপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক আঙ্গুর, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি,মো:রফিকুল ইসলাম রব্বানী, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সমীর মোল্লাহ, প্রফেসর কামাল,যোশর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া, আসাদুজ্জামান পাঠান,আজিজুর রহমান রিকাবদার রিপন, মাসুদ মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার আব্দুল মান্নান ভুইঁয়া পরিষদের নেতৃবৃন্দ ও প্রমুখ।
আলোচনা শেষে সাম্য,মৈত্রী,ভ্রাতৃত্ব বন্ধনে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী।