নয় নারীর নেতৃত্বে ‘জুলাই বিপ্লবে মেয়েরা’ ওয়েবপেইজ উদ্বোধন

- Update Time : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৩৮ Time View
চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অভূতপূর্ব ভূমিকাকে বিশ্বদরবারে তুলে ধরতে ওয়াসাত সিস্টার্স নেটওয়ার্ক উম্মোচন করেছে ‘জুলাই বিপ্লবে মেয়েরা’ শিরোনামে একটি বিশেষায়িত ওয়েবসাইট। ১৫ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ওয়েব পেইজটির আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
বাংলাদেশের আন্দোলনের সংগ্রামের ইতিহাসে সব সময়েই নারীদের ভূমিকা থাকলেও জুলাই বিপ্লবের মতো এতো বিপুল পরিমাণ নারীদের সক্রিয় অংশগ্রহণ ইতোপূর্বে কোন আন্দোলনে দেখা যায় নাই! যখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিলো দেশ, তখন নারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে, প্রতিবাদ সভা এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন। নারীরা একদিকে যেমন রাজপথে নেমে আসেন, তেমনি তারা সোশ্যাল মিডিয়াতেও ফ্যাসিবাদবিরোধী বার্তা ছড়িয়ে আন্দোলনকে জোরদার করেন।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের নাতি-পুতি বলে তিরস্কার করার প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেংগে ছাত্রীরা রাজপথ প্রকম্পিত করেছে “আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার” শ্লোগান দিয়ে!
প্রতাপশালী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলছাড়া করার দুঃসাহসী কাজটিও প্রথম করে দেখিয়েছে রোকেয়া হলের মেয়েরা। এরকম সাহসী মেয়েরা না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হতো না, মুক্ত হতো না বাংলাদেশও।
শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নয়; সারাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মেয়েরা মায়েরা অদম্য শক্তি নিয়ে লড়াই করেছে, শিশু থেকে বৃদ্ধা সব বয়সী নারীরা। জুলাই আন্দোলনে নারীদের এ সাহসী ভূমিকা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।
নারীদের এই অসামান্য অবদান জুলাই ইতিহাসের পাতায় পাকাপোক্ত ভাবে ধরে রাখতে ওয়াসাত সিস্টার্স নেটওয়ার্কে উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ও বাংলাদেশে অবস্থানরত নয়জন নারী মিলে শুরু করেছেন ওয়েব পেইজ, ‘জুলাই বিপ্লবে মেয়েরা’। এই ওয়েব পেইজে আন্দোলনরত নারীদের বক্তব্য, আন্দোলনকালীন ছবি ও ভিডিও ফুটেজ, একটি ওয়েব লিংকে সম্মিলিত ভাবে পাওয়া যাবে। তারা আশা রাখেন, জুলাই বিপ্লবের সংগৃহীত এই ইতিহাসে নারীদের অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে নতুন পথ চলার সাহস ও প্রেরণা যোগাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়