নবীনদের বরণ করে নিলো বাকৃবির শহীদ শামসুল হক হল

- Update Time : ০৯:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৬১ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হল মিলনায়তনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শামসুল হক হলের হাউজ টিউটর সালমান শাহরিয়ার নিবিড়ের সঞ্চালনায় ও হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাউজ টিউটর জেনারেল-১ মোহাম্মদ মাহবুবুল। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বপ্ন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুপ্রেরণামূলক আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখান থেকেই ভবিষ্যতের পথচলার ভিত্তি গড়ে ওঠে। সুশৃঙ্খল জীবনযাপন, অধ্যবসায় ও নৈতিকতা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী দেশের গর্ব হয়ে উঠতে পারে।” তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সহনশীলতার চর্চা করার আহ্বান জানান।