ব্রেকিং নিউজঃ
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
- Update Time : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫১০ Time View
ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্ট এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। এবার এ অভিনেত্রী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর মধ্যে দুই পর্বের শুটিংও করেছেন।
সাদিয়া আয়মান বলেন, একটি পডকাস্টে উপস্থাপনার কাজ করছি। নাম ‘কানেকশন আনলকড’। কাজটি করে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তিনি বলেন, রেকর্ডিং শেষ করা দুই পর্বে স্বাগত জানিয়েছিলাম চারজন অতিথিকে। যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।
এ অভিনেত্রী বলেন, আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, আমাকে এ শোয়ের উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Tag :
সাদিয়া আয়মান































































































































































































