ব্রেকিং নিউজঃ
নড়াইলে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
- Update Time : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৮১ Time View
নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের স্ত্রীর সাথে অভিমান করে স্বামী নাহিদ শেখ (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
মৃত নাহিদ শেখ (৪৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায, স্ত্রীর সাথে অভিমান করে, জমিতে দিয়া কীটনাশক পান করেন স্বামী নাহিদ শেখ পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চনকুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন,লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।