নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠন

- Update Time : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৫৯ Time View
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র খুঁজে পেতে দুর্ভোগে পড়েন তারা। বিষয়টির সহজ সমাধানের জন্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে প্রতি বছরের মতো এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের গঠিত বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের উদ্যোগে বসানো হয়েছে ‘হেল্প ডেস্ক’।
আজ শুক্রবার(২রা মে ২০২৫)গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ে ‘খ ‘ ইউনিট এর পরিক্ষা অনুষ্ঠিত হয়। এই সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতির হেল্প ডেস্ক।
এসব সংগঠন থেকে যে ধরনের সহযোগিতা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে— ভবন খুঁজে দেওয়া, অভিভাবকদের বসার জন্য টেন্ট, পানির ব্যবস্থা, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র গচ্ছিত রাখা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা, মেডিকেল ক্যাম্প ইত্যাদি।
ভর্তি সহায়তা কেন্দ্রের বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. শফিউল্লাহ কাইসার রনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে আসে। তাদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই এই ‘হেল্প ডেস্ক’।
হেল্প ডেস্কের সুবিধা পেয়ে সন্তুষ্ট অভিভাবকরাও। এর ফলে শিক্ষার্থীদের সমস্যাও অনেকটাই কমে এসেছে বলে তারা জানান।
ঢাকা থেকে আসা একজন অভিভাবক বলেন, আমার মেয়ের সিট পড়েছে নতুন কলা ভবনে। কিন্তু আমি বা আমার মেয়ে কেউই এই ভবন চিনি না। পরে একটি সংগঠনের হেল্প ডেস্কে জিজ্ঞেস করলে তারা আমাদের পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করে।