ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : ০৫:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১১২ Time View

চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, এই সময়টাকে বলা হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান’। এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সোমবার (২৬ মে) শীর্ষক এ আয়োজনের দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. জাকির হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে দুই দিনব্যাপী এই ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম. এ. ফায়েজ।

নজরুল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজু বলেন, প্রতি বছরই নজরুল জয়ন্তীতে আমরা এই ধরনের মেলার আয়োজন করে থাকি। এই বছর আমরা ভিন্ন কিছু পরিকল্পনা থেকে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেছি। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীই জানে না তাদের রক্তের গ্রুপ কী। এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা সহজেই তা জানতে পারছে। ভবিষ্যতেও এমন শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
Update Time : ০৫:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, এই সময়টাকে বলা হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান’। এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সোমবার (২৬ মে) শীর্ষক এ আয়োজনের দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. জাকির হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে দুই দিনব্যাপী এই ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম. এ. ফায়েজ।

নজরুল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজু বলেন, প্রতি বছরই নজরুল জয়ন্তীতে আমরা এই ধরনের মেলার আয়োজন করে থাকি। এই বছর আমরা ভিন্ন কিছু পরিকল্পনা থেকে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেছি। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীই জানে না তাদের রক্তের গ্রুপ কী। এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা সহজেই তা জানতে পারছে। ভবিষ্যতেও এমন শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত থাকবে।