ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা সেমিনার অনুষ্ঠিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ০২:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ৮৫ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চারুকলা ও আইন অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরতে দিনব্যাপী গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদের যৌথ সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “গবেষণাকে যুগোপযোগী ও বাস্তবভিত্তিক করে গড়ে তুলতে হবে, যাতে তা জাতীয় অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। গত অর্থবছরে এই দুই অনুষদের গবেষণা কার্যক্রম ছিল প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন উদ্যোগে বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষকতা বাড়াবে।” তিনি প্রশ্নোত্তর পর্বকে গবেষণা সমৃদ্ধির একটি দারুণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষ থেকে প্রফেসর ড. তপন কুমার সরকার এবং আইন অনুষদের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারে চারুকলা অনুষদের পক্ষ থেকে তিনটি এবং আইন অনুষদের পক্ষ থেকে পাঁচটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। দিনব্যাপী এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা সেমিনার অনুষ্ঠিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
Update Time : ০২:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চারুকলা ও আইন অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরতে দিনব্যাপী গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদের যৌথ সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “গবেষণাকে যুগোপযোগী ও বাস্তবভিত্তিক করে গড়ে তুলতে হবে, যাতে তা জাতীয় অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। গত অর্থবছরে এই দুই অনুষদের গবেষণা কার্যক্রম ছিল প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন উদ্যোগে বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষকতা বাড়াবে।” তিনি প্রশ্নোত্তর পর্বকে গবেষণা সমৃদ্ধির একটি দারুণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষ থেকে প্রফেসর ড. তপন কুমার সরকার এবং আইন অনুষদের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারে চারুকলা অনুষদের পক্ষ থেকে তিনটি এবং আইন অনুষদের পক্ষ থেকে পাঁচটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। দিনব্যাপী এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।