ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে সম্পন্ন হলো বিজকেস–২০২৫

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৩৭ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজনেস কেস প্রতিযোগিতা বিজকেস–২০২৫।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইবনুল হায়দার নকীব।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিজমইআরপি–এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ এফ. হাসান (রাসেল), ডিভাইন আইটি লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর; তানজিল আবেদীন, সিইও, ট্রেন্ডস বার্ড লিমিটেড; এবং রায়হান ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও টেকনিক্যাল টিম ডিরেক্টর, এসআর ড্রিম আইটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেনারেল সেক্রেটারি মনিরুল ইসলাম মনি, সাবেক সভাপতি সোহেল সাদমান ইসলাম এবং সাবেক জেনারেল সেক্রেটারি লুৎফুল নাসিফ পুলকসহ অনেকেই।

উল্লেখ্য, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘বিজকেস’ একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যা প্রথমবার ২০২০ সালে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে প্রতিযোগিতাটি প্রথমবার অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো ‘বিজকেস–২০২৫’ আয়োজন করা হলো ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল এবং সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিম–এর নেতৃত্বে।

সারা দেশের ৫৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ২৭০টির বেশি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। এটি তিনটি রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর ছিল এসআর ড্রিম আইটি, সহযোগী স্পন্সর ছিল মন্য সিরামিক ও ডাটা সলিউশন–৩৬০।
নিউজ পার্টনার ছিল সমকাল, এবং অন্যান্য উল্লেখযোগ্য স্পন্সরদের মধ্যে ছিল:
এআই পার্টনার: ওয়ানব্রেইন এআইট্রাভেল পার্টনার: ইউএস বাংলা এয়ারলাইন্স নিউট্রিশন পার্টনার: গ্রামীণ ডানোন শক্তি
হানি পার্টনার: হানি ড্রপ, কেটারিং পার্টনার: গ্র্যান্ড কিচেন রেস্টুরেন্ট
জব প্লেসমেন্ট পার্টনার: সম্ভব
ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার: এক্সেলেন্স বাংলাদেশ
ইকো সিস্টেম পার্টনার: ভিওয়াইএলসি ভেঞ্চার, কফি পার্টনার: নেসকাফে
থিয়েটার পার্টনার: স্টার সিনেপ্লেক্স
নলেজ পার্টনার: পিপল অ্যান্ড টেক
টেক পার্টনার: পাওয়ারমেইট
ডিজিটাল মিডিয়া পার্টনার: ইনফোগ্রাম
প্রিন্ট মিডিয়া পার্টনার: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
আউটরিচ পার্টনার: এরিটাস ডিজিটাল
সাপ্লিমেন্ট ফুড পার্টনার: গহীন ফুড
ফটোগ্রাফি পার্টনার: (জেকেকেএনআইইউ) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব
স্ন্যাকস পার্টনার: বেকমেন’স
রেডিও পার্টনার: ৯৬.৪ স্পাইস এফএম
ফলাফল ঘোষণা করা হয় একই দিন বিকেলে।
চ্যাম্পিয়ন: টিম Dumplings – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
প্রথম রানার্সআপ: টিম Freak Fein – আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় রানার্সআপ: টিম Canto Manto – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
বিকেলে আয়োজিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী বক্তব্য রাখেন ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিম।

সভাপতি বলেন, বিজকেস ২০২৫ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা কাজ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক বলেন, বিজয়ী দলসহ সকল ফাইনালিস্টদের অভিনন্দন জানাই। তাদের এ অর্জন যেন ভবিষ্যতে তাদের অনুপ্রেরণা হয়।

প্রসঙ্গত, ‘টাইম টু মুভ’ স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) ২০১৮ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৪০০ সদস্য নিয়ে ক্লাবটি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং, যোগাযোগ দক্ষতা, সফট স্কিল, কূটনৈতিক চর্চা ও সামাজিক-সৃষ্টিশীল নানা উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে সম্পন্ন হলো বিজকেস–২০২৫

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
Update Time : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজনেস কেস প্রতিযোগিতা বিজকেস–২০২৫।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইবনুল হায়দার নকীব।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিজমইআরপি–এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ এফ. হাসান (রাসেল), ডিভাইন আইটি লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর; তানজিল আবেদীন, সিইও, ট্রেন্ডস বার্ড লিমিটেড; এবং রায়হান ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও টেকনিক্যাল টিম ডিরেক্টর, এসআর ড্রিম আইটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেনারেল সেক্রেটারি মনিরুল ইসলাম মনি, সাবেক সভাপতি সোহেল সাদমান ইসলাম এবং সাবেক জেনারেল সেক্রেটারি লুৎফুল নাসিফ পুলকসহ অনেকেই।

উল্লেখ্য, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘বিজকেস’ একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যা প্রথমবার ২০২০ সালে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে প্রতিযোগিতাটি প্রথমবার অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো ‘বিজকেস–২০২৫’ আয়োজন করা হলো ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল এবং সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিম–এর নেতৃত্বে।

সারা দেশের ৫৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ২৭০টির বেশি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। এটি তিনটি রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর ছিল এসআর ড্রিম আইটি, সহযোগী স্পন্সর ছিল মন্য সিরামিক ও ডাটা সলিউশন–৩৬০।
নিউজ পার্টনার ছিল সমকাল, এবং অন্যান্য উল্লেখযোগ্য স্পন্সরদের মধ্যে ছিল:
এআই পার্টনার: ওয়ানব্রেইন এআইট্রাভেল পার্টনার: ইউএস বাংলা এয়ারলাইন্স নিউট্রিশন পার্টনার: গ্রামীণ ডানোন শক্তি
হানি পার্টনার: হানি ড্রপ, কেটারিং পার্টনার: গ্র্যান্ড কিচেন রেস্টুরেন্ট
জব প্লেসমেন্ট পার্টনার: সম্ভব
ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার: এক্সেলেন্স বাংলাদেশ
ইকো সিস্টেম পার্টনার: ভিওয়াইএলসি ভেঞ্চার, কফি পার্টনার: নেসকাফে
থিয়েটার পার্টনার: স্টার সিনেপ্লেক্স
নলেজ পার্টনার: পিপল অ্যান্ড টেক
টেক পার্টনার: পাওয়ারমেইট
ডিজিটাল মিডিয়া পার্টনার: ইনফোগ্রাম
প্রিন্ট মিডিয়া পার্টনার: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
আউটরিচ পার্টনার: এরিটাস ডিজিটাল
সাপ্লিমেন্ট ফুড পার্টনার: গহীন ফুড
ফটোগ্রাফি পার্টনার: (জেকেকেএনআইইউ) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব
স্ন্যাকস পার্টনার: বেকমেন’স
রেডিও পার্টনার: ৯৬.৪ স্পাইস এফএম
ফলাফল ঘোষণা করা হয় একই দিন বিকেলে।
চ্যাম্পিয়ন: টিম Dumplings – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
প্রথম রানার্সআপ: টিম Freak Fein – আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় রানার্সআপ: টিম Canto Manto – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
বিকেলে আয়োজিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী বক্তব্য রাখেন ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিম।

সভাপতি বলেন, বিজকেস ২০২৫ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা কাজ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক বলেন, বিজয়ী দলসহ সকল ফাইনালিস্টদের অভিনন্দন জানাই। তাদের এ অর্জন যেন ভবিষ্যতে তাদের অনুপ্রেরণা হয়।

প্রসঙ্গত, ‘টাইম টু মুভ’ স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) ২০১৮ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৪০০ সদস্য নিয়ে ক্লাবটি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং, যোগাযোগ দক্ষতা, সফট স্কিল, কূটনৈতিক চর্চা ও সামাজিক-সৃষ্টিশীল নানা উদ্যোগ।