নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৭:১২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১১১ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন করেছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের পঞ্চম তলায় সাংবাদিক ফোরামের অফিস কক্ষে নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়।
ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাকিল বাবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিকসহ সংগঠনের বিভিন্ন কার্যকরী সদস্য। প্রতিবছরের মতো এবারও সাংবাদিক ফোরামের চতুর্থ নবীন সদস্য আহ্বান কর্মসূচির অংশ হিসেবে প্রতিভাবান, গতিশীল ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হয় এ মূল্যায়ন পর্ব।
২০২৫ সালের ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে সভাপতি মো. শাকিল বাবু বলেন, “আমরা প্রতিবছর সাংবাদিক ফোরামে নতুন সদস্য গ্রহণ করি। সেই ধারাবাহিকতায় এবারও সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছে। এখান থেকে বাছাই করা নবীন সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “সাংবাদিক ফোরামে এটি চতুর্থবারের মতো সদস্য আহ্বান কর্মসূচি। প্রতিবারই বিপুল উৎসাহ নিয়ে নতুন প্রজন্ম যুক্ত হয়েছে সংগঠনে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথচলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম নিরপেক্ষ ও স্বনামধন্য সংগঠন। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা এ সংগঠন ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মাধ্যমে কাজ করছেন সফলভাবে।
বিশ্ববিদ্যালয়ে লেখালেখি, ফটো ও ভিডিওগ্রাফি কিংবা গ্রাফিক ডিজাইনে আগ্রহী নবীন শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সাংবাদিকতায় যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে ফোরামটি। নির্ভীকভাবে সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা বজায় রাখতেই প্রতিবছর আয়োজন করা হয় নবীন সদস্য আহ্বান ও মূল্যায়ন অনুষ্ঠান।
উল্লেখ্য, পেশাদার সাংবাদিক তৈরি ও সাংবাদিকতার মান বজায় রাখতে সাংবাদিক ফোরাম ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো এ নবীন সদস্য সংগ্রহ ও মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন করেছে।








































































































































































































