ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষে নির্বাচন করতেই বিএনপিতে যোগদান: আওয়ামী মন্ত্রীপুত্র রেজা কিবরিয়া

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৩২৪ Time View

অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া এবার বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। সেখানে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘এরই মধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন।

Please Share This Post in Your Social Media

ধানের শীষে নির্বাচন করতেই বিএনপিতে যোগদান: আওয়ামী মন্ত্রীপুত্র রেজা কিবরিয়া

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া এবার বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। সেখানে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘এরই মধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন।