ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ধানমণ্ডি লেকে ভেসে উঠল লাশ!

Reporter Name
  • Update Time : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ১৯১ Time View

প্রকৃতিতে এখন গ্রীষ্ম। নগরের সবুজের মাঝে এখন যেমন কৃষ্ণচূড়া জানান দিচ্ছে নিজের সচেতন উপস্থিতি, তেমনি নগরে জলাশয়, সরোবরেও নিজেকে প্রকাশ করছে রঙিন পদ্মফুল। রাজধানী ঢাকায় সরোবরের কথা উঠলে যে নামটি প্রথমেই চলে আসে সেটা ধানমণ্ডি লেক।
প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সরোবরের পরিবর্তন চোখে পড়ার মতো। গ্রীষ্মের প্রচণ্ড তাপের মধ্যেও সরোবরে ফুটছে পদ্ম। কিন্তু সোমবারের সকালটা যেন সরোবরে শুরু হলো বিষাদের সঙ্গে। জলাশয়ের হাওয়ায় ছড়িয়ে পড়ল মন খারাপের উপাদান। একটা মৃত্যু। লেকের জলে ভেসে রয়েছে অজস্র পদ্ম। সবুজ পাতার মধ্যে উঁকি দেওয়া টকটকে সেই পদ্ম ভেদ করে উঁকি দিল একটি মৃতদেহ। ভেসে উঠল একটি লাশ।

ধানমণ্ডির সাতমসজিদ রোডের অদূরেই সোমবার সকাল ৮টার দিকে হাঁটতে যাওয়া মানুষের চোখে পড়ে পদ্মপাতায় আড়াল হয়ে যাওয়া মৃতদেহ। কার মৃতদেহ? ইমতিয়াজের। এটাই  বললেন ধানমণ্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাসেল। কে এই ইমতিয়াজ? তার সম্পর্কে এখনো বিশদ জানাচ্ছে না পুলিশ।
এমন নৃশংসতার সাক্ষি হয়ে রইল কতগুলো পদ্মফুল, আর সরোবরের জল
তবে সোমবার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল বললেন, ‘ধানমণ্ডি লেক থেকে আমরা আজ সকালে একটি লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তার নাম ইমতিয়াজ বলে জেনেছি। এখন তদন্ত করছি, এটা নিয়েই ব্যস্ত আছি। আপনাদের বিস্তারিত জানাব।’
খুব আজব প্রশ্ন হয়ে গেল, ইমতিয়াজ পদ্ম পাতার নিচে চলে গেলেন কিভাবে? ইমতিয়াজের এমন মর্মান্তিক পরিণতি হলো কিভাবে?

বিস্তারিত আসছে… নওরোজের সাথে থাকুন।

Tag :

Please Share This Post in Your Social Media

ধানমণ্ডি লেকে ভেসে উঠল লাশ!

Reporter Name
Update Time : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

প্রকৃতিতে এখন গ্রীষ্ম। নগরের সবুজের মাঝে এখন যেমন কৃষ্ণচূড়া জানান দিচ্ছে নিজের সচেতন উপস্থিতি, তেমনি নগরে জলাশয়, সরোবরেও নিজেকে প্রকাশ করছে রঙিন পদ্মফুল। রাজধানী ঢাকায় সরোবরের কথা উঠলে যে নামটি প্রথমেই চলে আসে সেটা ধানমণ্ডি লেক।
প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সরোবরের পরিবর্তন চোখে পড়ার মতো। গ্রীষ্মের প্রচণ্ড তাপের মধ্যেও সরোবরে ফুটছে পদ্ম। কিন্তু সোমবারের সকালটা যেন সরোবরে শুরু হলো বিষাদের সঙ্গে। জলাশয়ের হাওয়ায় ছড়িয়ে পড়ল মন খারাপের উপাদান। একটা মৃত্যু। লেকের জলে ভেসে রয়েছে অজস্র পদ্ম। সবুজ পাতার মধ্যে উঁকি দেওয়া টকটকে সেই পদ্ম ভেদ করে উঁকি দিল একটি মৃতদেহ। ভেসে উঠল একটি লাশ।

ধানমণ্ডির সাতমসজিদ রোডের অদূরেই সোমবার সকাল ৮টার দিকে হাঁটতে যাওয়া মানুষের চোখে পড়ে পদ্মপাতায় আড়াল হয়ে যাওয়া মৃতদেহ। কার মৃতদেহ? ইমতিয়াজের। এটাই  বললেন ধানমণ্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাসেল। কে এই ইমতিয়াজ? তার সম্পর্কে এখনো বিশদ জানাচ্ছে না পুলিশ।
এমন নৃশংসতার সাক্ষি হয়ে রইল কতগুলো পদ্মফুল, আর সরোবরের জল
তবে সোমবার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল বললেন, ‘ধানমণ্ডি লেক থেকে আমরা আজ সকালে একটি লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তার নাম ইমতিয়াজ বলে জেনেছি। এখন তদন্ত করছি, এটা নিয়েই ব্যস্ত আছি। আপনাদের বিস্তারিত জানাব।’
খুব আজব প্রশ্ন হয়ে গেল, ইমতিয়াজ পদ্ম পাতার নিচে চলে গেলেন কিভাবে? ইমতিয়াজের এমন মর্মান্তিক পরিণতি হলো কিভাবে?

বিস্তারিত আসছে… নওরোজের সাথে থাকুন।