ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ২৪৯ Time View

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে

সম্প্রতি প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার ট্রেলার মালিকদের একাংশের ধর্মঘটের কারণে গত তিন দিন ধরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আমদানিকারকেরা মাত্র ৮টি কনটেইনার নিতে পেরেছেন, যেখানে সাধারণ সময়ে দিনে ৬০০ থেকে ৯০০ কনটেইনার সরবরাহ হয়।

এদিকে, আন্তঃজেলা পণ্য পরিবহন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি একই প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিন সন্ধ্যায় জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, পরিবহন মালিকরা এত বেশি হারে প্রবেশ ফি দেবেন না। বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই ফি নির্ধারণ করেছে।

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ যদি আগের হার পুনর্বহাল না করে, তাহলে তারা বন্দরে যানবাহন চালাবে না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সংশোধিত শুল্ক তালিকা অনুযায়ী সব ধরনের গাড়ির প্রবেশ ফি বাড়িয়েছে, যা ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে।

ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার ট্রেলারের মতো ভারী যানবাহনের প্রবেশমূল্য আগের ৫৭ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে প্রতি গাড়িতে ২৩০ টাকা করা হয়েছে, যা প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত

নিজেস্ব প্রতিবেদক
Update Time : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সম্প্রতি প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার ট্রেলার মালিকদের একাংশের ধর্মঘটের কারণে গত তিন দিন ধরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আমদানিকারকেরা মাত্র ৮টি কনটেইনার নিতে পেরেছেন, যেখানে সাধারণ সময়ে দিনে ৬০০ থেকে ৯০০ কনটেইনার সরবরাহ হয়।

এদিকে, আন্তঃজেলা পণ্য পরিবহন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি একই প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিন সন্ধ্যায় জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, পরিবহন মালিকরা এত বেশি হারে প্রবেশ ফি দেবেন না। বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই ফি নির্ধারণ করেছে।

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ যদি আগের হার পুনর্বহাল না করে, তাহলে তারা বন্দরে যানবাহন চালাবে না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সংশোধিত শুল্ক তালিকা অনুযায়ী সব ধরনের গাড়ির প্রবেশ ফি বাড়িয়েছে, যা ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে।

ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার ট্রেলারের মতো ভারী যানবাহনের প্রবেশমূল্য আগের ৫৭ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে প্রতি গাড়িতে ২৩০ টাকা করা হয়েছে, যা প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি।