দৈনিক সৃজনী পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ

- Update Time : ০১:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ৪২৭ Time View
হাঁটি হাঁটি পা পা করে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক সৃজনী পত্রিকা ৫ম বর্ষে পদার্পণ করল। দৈনিক সৃজনী দিনাজপুরের উন্নয়নসহ মানুষের দাবীর খবরা-খবর নিয়মিত প্রকাশ করে আসছে।
গতকাল সোমবার দৈনিক সৃজনীর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষের পদার্পণ উপলক্ষে জন্ম দিনে কেক কাটা হয়। পত্রিকার সম্পাদকের একমাত্র কন্যা পূর্ণতা বক্সী কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত হলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
সৃজনীর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভা পতি সুনীল চক্রবর্তী সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, বাংলাদেশে যখন ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইনের আধিপত্য চলছে তখন দিনাজপুরের মত একটি প্রান্তি শহরে প্রিন্ট মিডিয়া হিসেবে সংবাদপত্র দৈনিক সৃজনী পত্রিকা নিয়মিত প্রকাশ অব্যাহত রেখেছে। সমাজ বিনির্মানে এবং সত্য উদঘাটনে সৃজনী সমাজে দর্পন হিসেবে ইতিমধ্যেই পাঠকদের মন জয় করে নিয়েছে।
সভাপতির বক্তব্যে দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, সৃজনী পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পেলে আমরা আগামীতে সৃজনী পত্রিকাকে রঙ্গীন পত্রিকা হিসেবে পাঠকদের হাতে তুলে দিতে পারবো। তিনি পত্রিকার একমাত্র নিয়ামক জনগণের দাবী ও আশা আকাঙ্খা দৈনিক সৃজনীর পত্রিকার মাধ্যমে পূরণের আশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক আছলামুর রহমান মাহ্বুব, দৈনিক সৃজনীর সিনিয়র স্টাফ রিপোর্টার রাজু বিশ্বাস, স্টাফ রিপোর্টার অরবিন্দু রায়,স্টাফ রিপোর্টার উজ্জ্বল রায়,সাংবাদিক গোলাপ হোসেন, খানসামা উপজেলা প্রতিনিধি ভুবন সেনসহ প্রমুখ।